সোমবার চাঁদ দেখা গেলে মঙ্গলবার রোজা

রমজানের রোজা কবে থেকে শুরু হবে তা নিশ্চিত হবে আগামীকাল। বাংলাদেশের আকাশ সীমার কোথাও আগামীকাল (সোমবার) চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে যথাযোগ্য মর্যাদার মাধ্যমে পবিত্র রমজানের রোজা শুরু হবে। এবং সোমবার রাত থেকে তারাবিহ নামাজ আদায় করা হবে।

এ উপলক্ষে আগামী কাল সন্ধ্যা ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররামে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির চাঁদ দেখা পর্যালোচনা বৈঠক বসবে।

আগামীকাল (সোমবার) চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে। পরদিন বুধবার পবিত্র রমজানের রোজা শুরু হবে। সে ক্ষেত্রে আর চাঁদ দেখার আবশ্যকীয়তা থাকবে না।

ধর্মপ্রাণ মুসলমানের জন্য আবশ্যকীয় হলো-
আগামীকাল থেকেই পবিত্র রমজানকে বরণ করে নিতে এবং তারাবিহ নামাজ আদায়ের প্রস্তুতি নিয়ে রাখা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের রোজা, তারাবিহ, ইবাদাত-বন্দেগি যথাযথ পালনের তাওফিক দান করুন। আমিন।



মন্তব্য চালু নেই