সোয়া ৩ ঘণ্টা পর এলো উদ্ধারকারী ট্রেন!

পাবনার চাটমোহর রেল স্টেশনে শুক্রবার দুপুর আড়ইটায় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

কিন্তু লাইনচ্যুত সেই বগি তুলতে মাত্র ১৬ কিলোমিটার দূর থেকে উদ্ধারকারী ট্রেন আসে সোয়া ৩ ঘণ্টা পরে।

চাটমোহর স্টেশন ম্যানেজার মহিউল ইসলাম বলেন, ‘বিকেল পৌনে ছয়টায় রিলিফ ট্রেনটি ঈশ্বরদী থেকে এসে চাটমোহর স্টেশনে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ঢাকাগামী ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক করতে আরও ৩ ঘন্টা সময় লাগবে।’

তিনি আরো বলেন, ‘রাত ৯ টার আগে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হবে না বলে রিলিফ ট্রেনের পরিচালক তাকে জানিয়েছেন।’



মন্তব্য চালু নেই