সৌদিতে নারীদের জন্য পৃথক পরিচয়পত্র

সৌদি আরবে নারীদের জন্য আলাদা পরিচয় পত্রের ব্যবস্থা করা হবে। বিধবা এবং বিবাহ বিচ্ছেদের শিকার নারীদের জন্যই তৈরি করা হবে পৃথক পরিচয়পত্র। এসব পরিচয় পত্রের মাধ্যমে পুরুষদের কাছ থেকে আলাদা ভাবে স্বাধীন জীবন যাপন করতে পারবেন পুরুষতান্ত্রিক দেশটির নারীরা।

শুধু যে পরিচয়পত্র পাবেন তা নয় নারীরা তাদের সন্তানদের স্কুলে ভর্তি করাতে পারবেন নিজির পরিচয়ে। এছাড়া চিকিৎসা জনিত সুবিধাও ভোগ করবেন পুরুষদের সাহায্য ছাড়াই। এসব কাজে আগে ডিভোর্স হওয়ার পরেও নারীদের স্বামীর থেকে অনুমতি নিতে হতো।

আর পূর্বে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিধবা নারীদের আদালতের অনুমতি নিতে হতো। কিন্তু এখন যে কোনো কাজে নারী একাই যথেষ্ট। তাকে আর কোনো পুরুষের ওপর নির্ভর করতে হবে না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে নতুন এই পরিচয় পত্রের বৈধতার নির্দিষ্ট কোনো মেয়াদ থাকবে না। সৌদি নারীরা আজীবন এই পরিচয়পত্র ব্যবহার করতে পারবেন।



মন্তব্য চালু নেই