সৌদিতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০

সৌদি আরবে গত বৃহস্পতিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৪ জন। স্থানীয় সংবাদ সংস্থা আরব নিউজ এ খবর জানিয়েছে ।

বৃহস্পতিবার একটি স্যানিটেশন কোম্পানীর ৪৩ জন শ্রমিককে নিয়ে আল মুজাম্মা কুয়েত রোড দিয়ে যাচ্ছিল যাত্রীবাহী একটি ট্রাক। সেসময় একটি সেতু অতিক্রম করার সময় ট্রাকটি উল্টে যায়।এতে ঘটনাস্থলেই ৯ শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হন বাকি ৩৪ শ্রমিক । আহতদেরকে স্থানীয় কিং খালেদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী নেওয়ার কারনেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ।

এছাড়া অপর এক সড়ক দুর্ঘটনায় এক সৌদি নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির আসির এলাকার কিং আব্দুল্লাহ বেড়িকেডের কাছাকাছি ২শ মিটার গভীর একটি পাথরের গিরিখাতে তার গাড়িটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে একটি বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর অ্যাম্বুলেন্সে করে তার মৃতদেহটি আল নামাস হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই