সৌদিতে প্রতি নারী কর্মীর সঙ্গে যাবে একজন পুরুষ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জানিয়েছেন, সৌদি আরবে নারী কর্মীদের সঙ্গে একজন নিকটাত্মীয় পুরুষ কর্মীও যাবে। সৌদি আরব দুই লাখ নারী কর্মী চেয়েছে, এর সঙ্গে আরও দুই লাখ পুরুষেরও কর্মসংস্থান হবে। এই সংখ্যাটি পাঁচ লাখও হতে পারে বলে জানান মন্ত্রী।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রবাসী কল্যাণ ভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ২০১৫ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছে পাঁচ লাখ ৫৫ হাজার ৮৮১ জনের। এর আগের বছর ২০১৪ সালে কর্মসংস্থান হয়েছিল ১৪ লাখ ২৫ হাজার ৬৮৪ জনের। সে হিসেবে গেল বছর কর্মসংস্থান বেড়েছে ৩০ ভাগ।

মন্ত্রী জানান, অন্য যেকোনো সমযের চেয়ে গেল বছর বিদেশে নারী শ্রমিকদের কর্মসংস্থান বেড়েছে। গত বছর বিদেশে কর্মসংস্থান হয়েছে এক লাখ তিন হাজার ৭০৭ জন নারী শ্রমিকের। এর আগের বছর এই সংখ্যাটি ছিল ৭৬ হাজার সাতজন। সে হিসেবে বিদেশে নারীদের কর্মসংস্থান বেড়েছে ৩৬.৪৪ ভাগ।



মন্তব্য চালু নেই