সৌদিতে হেরোইন পাচারে অভিযুক্ত তিন পাকিস্তানির শিরশ্ছেদ

রোইন পাচারে অভিযুক্ত তিন পাকিস্তানি নাগরিকের শিরশ্ছেদ করেছে সৌদি আরব। রোববার দেশটির সরকারি সংবাদসংস্থা এসপিএ’র এক প্রতিবেদনে ওই তিন পাকিস্তানির শিরশ্ছেদের তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চলতে বছরে ২৬ জনের শিরশ্ছেদ করা হলো মধ্যপ্রাচ্যের অত্যন্ত রক্ষণশীল এই দেশটিতে।

এসপিএ বলছে, পেটের ভেতরে হেরোইন ঢুকিয়ে পাচারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন তিন পাকিস্তানি। ওই তিন ব্যক্তি হলেন, মো. আশরাফ শফি মোহাম্মদ, মো. আরেফ মোহাম্মদ এনায়েত ও মো. আফদাল আসগর আলি।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বরাত দিয়ে রাষ্ট্রীয় এই সংবাদমাধ্যম বলছে, গত বছর অতি রক্ষণশীল এই দেশটিতে ১৫৩ জনের শিরশ্ছেদ করা হয়। এদের মধ্যে ২০১১ সালে সুন্নি শাসিত সৌদি রাজতন্ত্রের সংস্কারের দাবি জানানো শিয়া নেতা নিমর আল নিমরও ছিলেন।

সৌদি আরবে গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি শিরশ্ছেদ করা হয় ২০১৫ সালে। ওই বছর বিভিন্ন অপরাধে অভিযুক্ত অন্তত ১৫৮ জনের শিরশ্ছেদ করে সৌদি সরকার। কট্টরপন্থী এই দেশটিতে ধর্ষণ, সশস্ত্র ডাকাতি, খুন ও মাদ চোরাচালানে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।



মন্তব্য চালু নেই