সৌদি আরবে ফের মসজিদে হামলা, নিহত ৩

সৌদি আরবের শিয়া অধ্যুষিত অঞ্চলে মসজিদে বোমা হামলার ঘটনায় কমপক্ষে তিনজন নিহত এবং আরো ২৬ জন আহত হয়েছেন।

সোমবার ইয়েমেনের সীমান্ত সংলগ্ন নাজরান শহরের দাহদান এলাকার আল মাসহাদ মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনাটি ঘটে। এ সময় মসজিদের মুসল্লিরা মাগরিবের নামাজ শেষে ফিরছিলেন।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এক টুইটার বার্তায় এ হামলার দায় স্বীকার করেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল তুর্কি আরব নিউজকে জানিয়েছেন, আল মাসহাদ মসজিদে মাগরিবের নামাজ শেষে এক আত্মঘাতী হামলাকারী মুসল্লিাদের ওপর ঝাঁপিয়ে পড়েন। এতে ওই হামলাকারীসহ দুই মুসল্লি প্রাণ হারিয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তবে সৌদি আরবে মসজিদে বোমা হামলার ঘটনা এটাই প্রথম ঘটনা নয়। চলতি বছরের আগস্টের প্রথম দিকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ব্যবহৃত মসজিদে আত্মঘাতী হামলা চালানো হলে ১৫ জন নিহত হন। অনলাইনে দেওয়া বিবৃতিতে ওই ঘটনার দায়িত্ব স্বীকার করেছিল আইএস।

উল্লেখ্য, নাজরানের প্রায় অর্ধেক জনগোষ্ঠীই শিয়া সম্প্রদায়ের। এর আগে গত ১৬ অক্টোবর সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের কাতিফ শহরের শাইহাতে শিয়াদের একটি সমাবেশে আইএস জঙ্গিরা গুলি চালালে পাঁচজন নিহত এবং আরও নয় ব্যক্তি আহত হয়েছিলেন।



মন্তব্য চালু নেই