সৌদি আরবে বাংলাদেশি ১৬ হজ যাত্রীর মৃত্যু

চলতি বছর সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ১৬ বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে তিনজন নারী। অধিকাংশই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।

এ বছর হজ পালন করতে গিয়ে মারা গেছেন- বাহারুল হোসেন (৬৯), রমনা, ঢাকা, হজ আইডি নম্বর- ০৯১১২২৯, পাসপোর্ট নম্বর এ ই-২৮৬৮২৬৪; মো. সোহেল আহমেদ (৩২), কুমিল্লা, আইডি- ০৬৮৮০২৯, পাসপোর্ট- ১৪৬৩৯১৫; হামিদ হাওলাদার (৬৬), মাদবরের চর, শিবচর, মাদারীপুর, আইডি- ০৯২৪২৬৬, পাসপোর্ট- বি ই ০৩৪৭৯৬০; মো. আব্দুল আসিন (৬৯), করিমগঞ্জ, কিশোরগঞ্জ, আইডি- ১০৭০১৩০, পাসপোর্ট- বি ই ০৪১৬৯৮৬; মনিকা মুশতারি আরজু (৬৫), বগুড়া, আইডি- ০৫০১১৫৭, পাসপোর্ট- ০২২১৪৯৭; আব্দুর রহমান মিয়া (৬৫), নরসিংদী; লায়লা বেগম (৭২) চন্দনাইশ, চট্টগ্রাম, আইডি- ০৭২৫১৮৬, পাসপোর্ট- এডি ৩৯৭১১৯৩; মোসা. মারুফা শাহজাহান শায়লা (৩৭), গাইবান্ধা, আইডি- ৯৯৬৩২৭৮, পাসপোর্ট- বি ই ০৬৫৭২৭১; মো. আফজাল হোসেন (৭৯), নওগাঁ, পাসপোর্ট- বি ই ০৭৫০৫৪২; মো. বদিউল আলম (৬২), ভাটারা, ঢাকা, আইডি- ৯৯৬০৩৯৫, পাসপোর্ট- বিবি ০৮৮৩৩০৩; মো. আতিয়ার রহমান (৭৭), যশোর, পাসপোর্ট- বিএ ০৯৮৬৩৭৮; মো. গাজী রহমান (৭৭), মেঘনা, কুমিল্লা, পাসপোর্ট- বি ই ০৩১৮৯৯৭; মো. কাজিম উদ্দিন (৫৯), শেরপুর, পাসপোর্ট- বি ই ০৪৩২৯২৫; মো. আমবার আলি (৫২), দিনাজপুর, পাসপোর্ট- ০২৪৬১৫৯; মীর লিয়াকত আলী (৬১),শাহজাহানপুর, ঢাকা, পাসপোর্ট- বি এফ ০২৫৮৫২০; সফিকুল ইসলাম (৬৫), মুরাদনগর, কুমিল্লা, পাসপোর্ট- বি ই ০৬৫৫০৯৪ ।

উল্লেখ্য, পবিত্র হজ পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানগণ এখন সৌদি আরবে অবস্থান করেছেন। অনেকে এখনো আসছেন। এ বছর সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।



মন্তব্য চালু নেই