সৌদি আরবে ৫০ হাজার শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণায় বাসে আগুন

গণছাঁটাইয়ের প্রতিবাদে সৌদি আরবের সবচেয়ে বড় নির্মাণপ্রতিষ্ঠান ‘বিন লাদেন গ্রুপের’ বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানটির নয়টি বাসে অগ্নিসংযোগ করেছেন। মক্কায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যালয়ের সামনে এ ঘ্টনা ঘটেছে। সৌদি দৈনিক আল-ওয়াতনের বরাত দিয়ে রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট এ তথ্য জানিয়েছে।

বকেয়া বেতনের দাবিতে কয়েক সপ্তাহ ধরে বিন লাদেন গ্রুপের কর্মীরা বিক্ষোভ করে আসছেন। শ্রমিকদের দাবি, তাদের ছয় মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। এরই মধ্যে প্রতিষ্ঠানটি ৫০ হাজার শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

আল-ওয়াতান জানিয়েছে, যেসব শ্রমিককে ছাঁটাই করা হবে, তারা সবাই বিদেশি। এসব শ্রমিকের ভিসা বাতিল করে শিগগিরই তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বিষয়টি জানার পরপর বিক্ষুব্ধ শ্রমিকরা নয়টি বাসে অগ্নিসংযোগ করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মক্কা সিভিল ডিফেন্সের কর্মকর্তা মেজর নায়েফ আল শরিফ বলেছেন, অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিন লাদেন গ্রুপের প্রতিষ্ঠাতা আল-কায়েদার প্রয়াত প্রধান ওসামা বিন লাদেনের বাবা শেইখ মোহাম্মাদ বিন লাদেন। তেলের দাম পড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির দেনার পরিমাণ দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া গত বছর মক্কায় ক্রেন দুর্ঘটনার কারণে সৌদি সরকার প্রতিষ্ঠানটির সঙ্গে অন্যান্য নির্মাণ চুক্তি বাতিল করেছে।



মন্তব্য চালু নেই