সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

সৌদি আরবের মিনায় প্রতীকী শয়তানকে পাথর মারার সময় পদদলিত হয়ে সাত শতাধিক নিহতের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে সৌদি কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার কিছু হাজির কারণেই ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা।

এ ঘটনা সৌদি বাদশাহ সালমান হজ সংঘটন সংস্থার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। কর্তৃপক্ষ এই ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরু করেছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, প্রত্যক্ষদর্শী লিবিয়ার নাগরিক আহমেদ আবু বকর (৪৫) বলেন, সেখানে অত্যন্ত ভিড় ছিল। পুলিশ একটি ছাড়া হজ ক্যাম্পের সবগুলো প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেয়। তিনি ও তার মা পদদলিত হওয়া থেকে থেকে রক্ষা পান।

তার কাছে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশদের অনভিজ্ঞ মনে হয়েছে।

মিনায় অগ্নিনিরোধক তাঁবুর কমপ্লেক্সে হাজিরা অবস্থান করেন। কমপ্লেক্সটি ২০ লাখের বেশি মানুষের থাকার জন্য যথেষ্ট বড়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা হাজিদের নিরাপত্তা বিধান এবং যানবাহন ও ভিড় সামলাতে এক লাখ পুলিশ মোতায়েন করেছে।

বৃহস্পতিবারের মর্মান্তিক এই ঘটনায় অন্তত ৭১৭ জন প্রাণ হারিয়েছেন এবং ৮৬৩ জন আহত হয়েছেন।



মন্তব্য চালু নেই