সৌম্যর ক্যাচ নিয়ে জন্টি রোডসের উচ্ছ্বাস

সর্বকালের সেরা ফিল্ডার কে? কোনো ক্রিকেট-আড্ডায় প্রশ্নটা উঠলে সবচেয়ে বেশি যাঁর নাম উচ্চারিত হবে তিনি জন্টি রোডস। ব্যাটিং বা বোলিং নয়, ফিল্ডিং দিয়ে বহু ক্রিকেটপ্রেমীর মন জয় করে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই সাবেক ক্রিকেটার। সেই জন্টি রোডস উচ্ছ্বসিত সৌম্য সরকারের ক্যাচ নিয়ে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ চলার সময় টুইট করে সে কথা জানিয়েছেনও তিনি।

পাকিস্তানের ইনিংসের ১৭তম ওভারে অবিশ্বাস্য ক্যাচটার জন্ম। আরাফাত সানির বল মিডউইকেট দিয়ে তুলে মারতে চেয়েছিলেন মোহাম্মদ হাফিজ। ছক্কা প্রায় হয়েই যাচ্ছিল। কিন্তু সবাই অবাক হয়ে দেখল ছক্কা নয়, হাফিজ আউট! বাউন্ডারি লাইনে লাফ দিয়ে বল তালুবন্দি করেছিলেন সৌম্য। তবে ভারসাম্য রাখতে পারেননি। দড়ির বাইরে চলে যাওয়ার ঠিক আগে বল ছুড়ে দেন শূন্যে। তারপর মাঠের ভেতরে এসে দুই হাতে ধরে নেন বল। অবিশ্বাস্য, অবিস্মরণীয় এক ক্যাচের সাক্ষী হয়ে ইডেন গার্ডেন্সের গ্যালারির মতো টিভি দর্শকরাও তখন হতবাক।

সৌম্যর অসাধারণ ক্যাচটি দেখে জন্টি রোডসও অভিভূত। অনেকের মতেই সর্বকালের সেরা ফিল্ডার টুইটারে লিখেছেন, ‘কাল রাতের ম্যাচে দুই দলের (ভারত-নিউজিল্যান্ড) ফিল্ডাররা ভালো করেছে। তবে আজ (সৌম্য) সরকারের প্রচেষ্টা কী দুর্দান্তই না ছিল!’

জন্টি রোডসের এমন প্রশংসা আগামীতে বাংলাদেশকে অনুপ্রাণিত করবেই।



মন্তব্য চালু নেই