সৌম্যের অন্য স্বপ্ন

দলের প্রয়োজনে উদ্বোধনী ব্যাটসম্যানের জায়গাও ছেড়ে দেন মাঝে মাঝে। কিন্তু নিজের ব্যাটিংয়ের স্বকীয়তা ধরে রাখেন সব সময়। অবস্থান পাল্টান, তবে নিজের আত্মবিশ্বাস না। উইকেটে থিতু হওয়া না, সৌম্য সরকারের অস্ত্র হচ্ছে শুরুতেই আক্রমণ করে বোলারকে ভড়কে দেওয়া।

২০১৫ সালে দারুণ খেলেছেন সৌম্য। তবে নতুন বছরে স্বপ্ন দেখেন আরো ভালো খেলার। এমনই স্বপ্নের কথা জানিয়েছেন দেশের একটি জাতীয় দৈনিকে। সৌম্য বলেন, ‘স্বপ্ন তো দেখি সব সময় দারুণ কিছু করার। যেভাবে শুরু হয়েছে, শেষটাও এভাবে করতে চাই। অনেক দূরে যেতে চাই। আরও বড় কিছু করতে চাই। ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই।’

ক্রিকেটের সৌম্যর কি ক্রিকেটের বাইরে কোন স্বপ্ন নেই? আছে। নিজেই বললেন সে স্বপ্নের কথা। সৌম্য বলেন, ‘ব্যক্তিগত জীবনে কত স্বপ্নই তো দেখি! সব কি আর বলা যায়? তবে একটা স্বপ্ন হচ্ছে, আমেরিকা দেশটা ঘুরে দেখব একবার।’

কিন্তু শুধু কি নিজেরই স্বপ্ন? নতুন বছরে স্বপ্ন দেখেন দল নিয়েও। ‘যেভাবে ২০১৫ কেটেছে, এ ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারি, খুব শীঘ্রই বিশ্বকাপের মতো বড় কিছু না হলেও বড় টুর্নামেন্ট জেতা কঠিন কিছু নয়। তবে জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে অবশ্যই স্বপ্ন দেখি আইসিসির একটা টুর্নামেন্ট জিততে’- জানালেন সৌম্য।

গেলো বছর ১৫ ওয়ানডেতে ৫১.৬৯ গড়ে ৪ ফিফটি, ১ সেঞ্চুরিতে রান ৬৭২। চোটের কারণে জিম্বাবুয়ে সিরিজে ছিটকে না পড়লে হয়তো ২০১৫-তে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারতেন।



মন্তব্য চালু নেই