নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে

স্কুল পর্যায়ে স্যানিটেশন বিষয়ে প্রচারাভিযান ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, ‘স্কুল পর্যায়ে স্যানিটেশন-ব্যবস্থা উন্নত হলে শিশুদের স্বাস্থ্য উন্নয়ন হবে। শিশুরা বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পাবে। এটা পারিবারিক ও জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে। এসময় বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান এবং জেলা প্রশাসনের ০১৮৪২ ১৮১৮২১ মোবাইল নাম্বারে বাল্য বিবাহের কোন আগাম খবর জানানোর অনুরোধ জানান’।

সোমবার দুপুরে সাতক্ষীরা নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে স্কুল পর্যায়ে স্যানিটেশন বিষয়ে প্রচারাভিযান ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক নাজমুল আহসান এসব কথা বলেন। হোপ ফর দি পুওরেষ্ট আশা’র আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী।

বিশেষ অতিথি হিসেবে হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, আশার জেলা ব্যবস্থাপক আনারুল কাদির। এসময় উপস্থিত ছিলেন হেড মুফতি আক্তারুজ্জামান, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুর রহমান উল্লাস, সহকারী প্রধান শিক্ষক মঞ্জুরুল হকসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

অপরদিকে সাতক্ষীরা আব্দুল করিম মাধ্যমিক স্কুল পর্যায়ে স্যানিটেশন বিষয়ে প্রচারাভিযান প্রকল্পের বাস্তবায়ন কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক নাজমুল আহসান। এসময় উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর জ্যোন্সা আরা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুর রহমান উল্লাস, নাসরিন খান লিপিসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।



মন্তব্য চালু নেই