স্টার মুভিজ দেখে ইংরেজি শিখেছেন সাকিব

ইংরেজি শেখার জন্য মানুষ কতকিছুই না করে। ক্রিকেটাররা এর ব্যতিক্রম নন। এই তো সেদিন আইপিএল খেলতে গিয়ে মোস্তাফিজ ইংরেজি শেখার জন্য বেছে নিয়েছিলেন গুগল ট্রান্সলেটরকে। এবার সাকিব জানালেন স্টার মুভিজ দেখার মাধ্যমেই তিনি ইংরেজি বলতে শিখেছেন।

বাংলাদেশে যে কয়জন ক্রিকেটের অনেক সুন্দরভাবে ইংলিশ বলতে পারেন তাদের মধ্যে সাকিব আল হাসান অন্যতম। বর্তমানে একটি ব্যক্তিগত সাক্ষাৎকার দেওয়ার সময় জানালেন ছোটবেলা থেকেই স্টার মুভিজ চ্যানেল দেখার কারণেই তিনি ইংরেজিতে এত ভালো।

‘আমি আজ ইংরেজিতে যেভাবে কথা বলছি তার প্রধান কারণ স্টার মুভিজ টিভি চ্যানেল। একজন আমাকে বলেছিল ইংরেজি ছবি এবং ইংরেজি পত্রিকা পড়ার জন্য যাতে আমি ইংরেজিটা ভালো করে আয়ত্ত করতে পারি। ঠিক সেটাই আমি করেছি।’

‘যখন আমি টেলিভিশনে ক্রিকেট দেখা শুরু করি তখন সবাই ইংরেজিতে কথা বলতো। ঠিক সে সময়টাই আমার মনে হলো আমাকে ইংরেজি শিখতে হবে কারণ আমিও হয়ত একদিন এমন করে সাক্ষাৎকার দিবো।’

ছোটবেলা থেকেই কি না এই ইংরেজি শেখার অভিনব চিন্তা মাথায় ঢুকেছিল সাকিবের। সাকিবের কন্ঠে, ‘যখন আমি মাগুরাতে অনুর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেছিলাম তখন থেকেই এটি মাথায় কাজ করতো। আমাকে কেউ ইংরেজি শেখায়নি। এভাবেই আমি ইংরেজি শিখেছি।’



মন্তব্য চালু নেই