স্টেডিয়াম ডুবে গেছে অন্ধকারে

এশিয়া কাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ; কিন্তু খেলা শুরু এক ঘণ্টা আগেই আঘাত হানে দমকা ও ঝড়ো হাওয়া। অনেকটা আগাম কাল বৈশাখীর ঝড়ের আঘাতে পড়েছে মিরপুর স্টেডিয়াম। এরপরই শুরু হয় তুমুল বৃষ্টি। সঙ্গে সঙ্গেই স্টেডিয়াম হয়ে পড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন। বন্ধ হয়ে যায় ফ্লাড লাইট। ফলে অন্ধকারাচ্ছন্ন হয়ে পুরো পুরো স্টেডিয়াম।

বৃষ্টি শঙ্কার কারণে আগে থেকেই কভার দিয়ে ঢেকে রাখা হয়েছিল শের-ই বাংলার উইকেট; কিন্তু হঠাৎ করেই ঝড়ো হাওয়া আঘাত হানলে উড়িয়ে নিয়ে যায় কভার। মাঠ কর্মীরা অনেক সংগ্রাম করে প্রায় দশ মিনিট প্রচেষ্টার পর ঠিক করে কভার। এদিকে বৃষ্টি হওয়ায় স্টেডিয়ামে ভেতরে প্রবেশ করা সাধারণ গ্যালারির দর্শকরা বেরিয়ে যান। আবার অনেককেই দেখা গেছে গ্যালারিতে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে।

এর আগেই আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। সেই পূর্বাভাসই যেন সঠিক হলো।



মন্তব্য চালু নেই