স্ত্রীকে সন্তান প্রসবে সাহায্য করায় পুরুষ চিকিৎসককে গুলি!

সৌদি আরবে এক গর্ভবতী নারীকে সন্তান জন্ম দিতে সাহায্য করার সময় একজন পুরুষ চিকিৎসককে গুলি করার ঘটনা ঘটেছে। গুলি চালানো ব্যক্তি ওই নারীর স্বামী।

গালফ নিউজ জানিয়েছে, গত মাসে রিয়াদের বাদশা ফাহাদ মেডিকেল সিটিতে ভর্তি হওয়া এক নারীর সন্তান প্রসব করান ডা. মুহান্নাদ আল জাবল।

সন্তান জন্মের খুশিতে সংশ্লিষ্ট চিকিৎসককে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন ওই নারীর স্বামী। সে অনুযায়ী হাসপাতালের বাগানে ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে আসেন চিকিৎসক মুহান্নাদ। কথাবার্তার একপর্যায়ে ওই ব্যক্তি বুঝতে পারেন যে তাঁর স্ত্রীকে সন্তান প্রসব করতে একজন পুরুষ চিকিৎসক সহায়তা করেছেন। কেন নারী চিকিৎসক দিয়ে তাঁর স্ত্রীর সন্তান প্রসব করানো হয়নি, তা নিয়ে কিছুক্ষণ ডা. মুহান্নাদের সঙ্গে তর্ক করেন তিনি। একপর্যায়ে অস্ত্র বের করে ওই চিকিৎসককে গুলি করেন ওই ব্যক্তি। এতে গুরুতর আহত হন চিকিৎসক।

গুলিবিদ্ধ চিকিৎসককে দ্রুত বাদশা ফাহাদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এদিকে গুলি করার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান ওই ব্যক্তি। অবশ্য পরে পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয়।

বাদশাহ ফাহাদ মেডিকেল সিটির মুখপাত্র বাসসাম আর বুরাইকান গালফ নিউজকে জানান, ঘটনাটির তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে বেশ তর্ক জমে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। ইন্টারনেটে আসক্ত লোকজনের (নেটিজেন) বেশির ভাগই ওই চিকিৎসকের পক্ষাবলম্বন করলেও কেউ কেউ বলছেন, ওই ব্যক্তি কেন গুলি করার মতো অবস্থায় গেছেন, তা-ও খতিয়ে দেখা দরকার।



মন্তব্য চালু নেই