স্ত্রীর জন্য ওয়াটারপ্রুফ শাড়ি কিনলো মূখ্যমন্ত্রী

ওয়াটারপ্রুফ বা পানিনিরোধক ঘড়ি, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপের কথা আমরা অনেকেই শুনেছি। কিন্তু শাড়ি পানিনিরোধক হয় এমনটা কী শুনেছেন? ভারতের কর্ণাটকের একটি দোকানে পানিনিরোধক এমন শাড়িই বিক্রি করা হচ্ছে।

আর এই শাড়ি কিনেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামমাইয়া তার স্ত্রীর জন্য। এই শাড়ি ব্যবহার করলে আর ছাতা ব্যবহার করার প্রয়োজন হবে না।

সম্প্রতি কর্ণাটক সিল্ক ইন্ড্রাস্ট্রিজ করর্পোরেশন(কেএসআইসি) এর শো রুম উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

সেখানকার শো রুমেই বিশেষ আকর্ষণ ছিল ‘সোনার সুতা’ নামে ওই ওয়াটারপ্রুফ শাড়ি।

পরে মুখ্যমন্ত্রী এক লাখ নয় হাজার ৩৮৫ রুপি দরে কমলা এবং সোনালী রঙের দুটি শাড়ি ক্রয় করেন।



মন্তব্য চালু নেই