স্ত্রীর স্বপ্ন পূরণে চক্ষুদান করবেন অশ্বিন

মাঠের পাশাপাশি পারিবারিকভাবেও দারুণ সময় কাটাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দন অশ্বিন। সমাজসেবার জন্য এর চাইতে ভালো ‘মুড’ পাওয়া দুস্কর। মরণোত্তর চক্ষুদান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সেটাও আবার স্ত্রী পৃথ্বী অশ্বিনের স্বপ্ন পূরণ করতে।

মাত্র শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন তামিল নাড়ুর এই ক্রিকেটার। পাশাপাশি ২০১৬ মৌসুমে জিতেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে (আইসিসি) বর্ষসেরা পুরস্কার একই সঙ্গে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার। শুধু তাই নয়, ওই সিরিজ চলাকালীন সময়েই দ্বিতীয়বারের মতো কন্যা সন্তানের বাবা হন অশ্বিন।

২০১৭ বছরের শুরুটা খারাপ যাচ্ছে না ভারতের সেরা এই স্পিনারের। এর মাঝে স্ত্রীর পুরনো স্বপ্নপূরণে উঠেপড়ে লাগলেন।

সম্প্রতি তিনি ‘মরণোত্তর’ চক্ষুদান করার ব্যাপারে সম্মত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেই খবরটি নিশ্চিত করেছেন এই ভারতীয় ক্রিকেটার। টুইটারের তিনি একটি ছবি প্রকাশ করেন। যেখানে অঙ্গীকারপত্রে সাক্ষর করছেন তিনি।

ছবিতে লিখেছেন, ‘চক্ষুদানের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হলাম। পৃথ্বীর অনেকদিনের স্বপ্ন ছিল এটা। অবশেষে তা সত্যি হলো।’

উত্তরে স্বামীর এমন পদক্ষেপে ধন্যবাদ জানিয়ে রি-টুইট করেন পৃথ্বী।

এই কার্যক্রমের মধ্যে দিয়ে ভক্ত-সমর্থকদেরকেও অবদান রাখার আহ্বান জানিয়েছেন অশ্বিন।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরির কারণে নিজেকে সরিয়ে নিয়েছেন এই ডানহাতি স্পিনার। তবে টি-টোয়েন্টিতে তাকে পাওয়া যাবে বলে আশাবাদী ‘টিম ইন্ডিয়া’র নির্বাচকরা।

সূত্র: ডেকান ক্রনিক্যাল



মন্তব্য চালু নেই