স্থগিত করা হয়েছে নৌ ধর্মঘট

ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী নৌযান শ্রমিকদের চলমান ধর্মঘট স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে ধর্মঘট স্থগিত হওয়ার পর ঢাকা থেকে বরিশালের উদ্যেশে কয়েকটি লঞ্চ ছেড়ে যায়।

এদিকে, সারাদেশে নৌযান শ্রমিকদের চলমান কর্মবিরতি নিরসনে শনিবার মালিক-শ্রমিক সমন্বয় সভা ডাকা হয়েছে। শ্রম মন্ত্রণালয় আয়োজিত এ সভা শনিবার বিকেল ৪টায় শ্রম পরিদপ্তরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নৌযান শ্রমিক ফেডারেশনের নেতাদের এ সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে এ সভায় মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

গত বৃহস্পতিবার থেকে বেতন-ভাতা বৃদ্ধি, নৌপথে চুরি-ডাকাতি বন্ধ, নদী খননসহ ১৫ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে নৌযান শ্রমিকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।



মন্তব্য চালু নেই