স্থলে ও পানিতে চলতে সক্ষম রাশিয়ার ‘যুদ্ধ হেলিকপ্টার’!

রাশিয়ার প্রথম কামোভ Ka-226 যুদ্ধ হেলিকপ্টার স্থলে ও পানিতে সমান পারদর্শী। আর এমন হেলিকপ্টারটি সম্পূর্ণ নির্মাণ করল দেশটি নিজেই। রুশ নৌবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী ব্যবহারের জন্যই মূলত নির্মাণ করা হয়েছে এই বিশেষ হেলিকপ্টার।

জানা যায়, সেনা অভিযানের পাশাপাশি সেনার সরঞ্জাম বহন, সেনার মেডিকেল টিমকে বহন ও এয়ার পেট্রোলিংয়ে সক্ষম এই হেলিকপ্টার। রুশসেনা সূত্রের খবরে বলা হয়, উপকূল বাহিনীর জন্য অন্তত দশটি কামোভ যুদ্ধ বিমান কিনতে চায় সরকার। দেশটির এ হেলিকপ্টারটি নির্মাতার জানিয়েছেন, ভবিষ্যতে অন্যান্য দেশে এই হেলিকপ্টার বিক্রিও করবেন তারা। অন্যান্য দেশেও এটির চাহিদা বাড়বে বলে আশা প্রকাশ করেন, রুশ হেলিকপ্টারের প্রধান আলেকজান্ডার মিখেভ।



মন্তব্য চালু নেই