স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন চাইলো ইসি

স্থানীয় নির্বাচন দলভিত্তিক করতে আইন স‌ংশোধনের আগে ভোটের সময় পরিবর্তন করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ইসির নির্বাচন সমন্বয় শাখার সহকারী সচির রৌশন আরা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠানো হয়েছে।

এ বিষয়য়ে ইসির যুগ্ম-সচিব জেসমিন টুলী বলেন, ‘‍স্থানীয় সরকারের সব আইনে সামঞ্জস্য আনতে পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সব আইনের কয়েকটি ধারায় সংশোধনের মতামত দেয়া হয়েছে। এজন্য কিছু প্রস্তাবও পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগকে।’

চিঠিতে বলা হয়, সম্প্রতি সরকার সকল স্থানীয় নির্বাচন দলীয়ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। স্থানীয় সরকারের বিভিন্ন আইনের মধ্যে সামঞ্জস্যতা আনা প্রয়োজন।

নির্ধারিত সময়ে ভোট করা সম্ভব না হলে যুক্তিসঙ্গত স্বল্প সময়ে নির্বাচন আয়োজনের বিধান যুক্ত করার প্রস্তাব দিয়েছে ইসি।

স্থানীয় সরকর আইনের নির্বাচন অনুষ্ঠানের ধারাগুলো উল্লেখ করে চিঠিতে বলা হয়, স্থানীয় সরকার বিভাগের সচিবকে প্রস্তাবিত সংশোধনীর তুলনামূলক বিবরণীর আলোকে আইন সংশোধনের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করা হলো।

এদিকে রোববারের মধ্যে স্থানীয় সরকারের পৌরসভা অধ্যাদেশ জারির কথা রয়েছে।

তবে আজ সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘আমরা কিছু কাজ এগিয়ে রেখেছি। কিন্তু দলীয়ভাবে স্থানীয় নির্বাচন করতে হলে কয়েকদিনের মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে। তা না হলে আগের মতোই নির্বাচন করতে হবে।’



মন্তব্য চালু নেই