স্নাতকোত্তরের শিক্ষার্থীরাও প্রধানমন্ত্রীর তহবিল থেকে বৃত্তি পাবে

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে স্নাতকোত্তরের শিক্ষার্থীরাও বৃত্তি পাবেন। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার ১০১তম বৈঠকে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন’ সংশোধনের প্রস্তাব অনুমোদন পায়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এতোদিন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে স্নাতক শ্রেণি পর্যন্ত বৃত্তির ব্যবস্থা ছিল। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বৃত্তি দেয়ার জন্য আইনে কোনো বিধান ছিল না। আইন সংশোধন করে নতুন ধারা যুক্ত করায় মাস্টার্স, এমফিল, পিএইচডি কোর্সের শিক্ষার্থীরাও বৃত্তি পাবেন।



মন্তব্য চালু নেই