স্পিকারের ইফতারে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আয়োজিত মঙ্গলবারের এক ইফতার মাহফিলে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন।

মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হল-২ এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানস্থলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বিভিন্ন অতিথিদের টেবিলে যান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ইফতারের আগে জাতির অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া।

মঞ্চে প্রধান বিচারপতি এস কে সিনহা, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, চিফ হুইপ এ এস এম ফিরোজ এবং হুইপগণ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই