স্পেনে সড়ক দুর্ঘটনায় ১৩ শিক্ষার্থী নিহত

স্পেনে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৩ শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার বার্সেলোনা ও ভ্যালেন্সিয়ার মাঝামাঝি এলাকায় একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভ্যালেন্সিয়ায় থেকে বার্সেলোনায় ফেরার পথে রোববার সকালে বার্সেলোনার দক্ষিণে ফ্রেজিনালস এলাকার কাছে একটি মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে। বাসে মোট ৫৭ জন যাত্রী ছিল। এদের সবাই যুক্তরাজ্য, হাঙ্গেরি, জার্মানি, সুইডেন নরওয়ে, সুইজার‌ল্যান্ড, চেক রিপাবলিক, নিউজিল্যান্ড, ইতালি, পেরু, বুলগেরিয়া, পোল্যান্ড, আয়ারল্যান্ড, ফিলিস্তিন, জাপান ও ইউক্রেনের শিক্ষার্থী। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। আহত ৪৩ জনের মধ্যে ২৮ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

কাতালোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জরডি জেন বলেন, বাসের চালক মহাসড়কের ডানদিকে থাকা রেলিংয়ে এতটা জোরেই আঘাত করেছিলেন যে এটা ঘুরে মহাসড়কের অন্যপাশে চলে যায় এবং বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে এর সংঘর্ষ হয়।



মন্তব্য চালু নেই