স্বপ্নের মাঝে কোন ব্যক্তির লাশ দেখার অর্থ

অনেকেই আছেনর যারা নিজের স্বপ্নের মাঝে নিজেদের কোন আত্মীয়-স্বজনকে দেখে থাকেন। এমন স্বপ্নও মানুষ দেখে থাকে যে মৃতব্যক্তি তার কাছ থেকে কিছু চাচ্ছে বা মৃতব্যক্তির চেহারা বেশ মলিন দেখাচ্ছে। এমন স্বপ্নের ব্যাখ্যা জানেন কি?

এ প্রসঙ্গে ইবনে সিরীন (রহ) বলেন, স্বপ্নের মধ্যে যদি কোনো ব্যক্তি মৃতব্যক্তির সঙ্গে কথা বলতে দেখে, তবে সে দীর্ঘায়ু লাভ করবে। যদি কেউ মৃতব্যক্তির থেকে কিছু গ্রহণ করতে দেখে, তবে এটা তার সৌভাগ্যের লক্ষণ। আর যদি কোনো ব্যক্তি মৃতব্যক্তিকে মলিন দেখে, তবে বুঝতে হবে, মৃতব্যক্তি কষ্টে নিপতিত হয়েছে। এবং তাকে কিছু দিতে বললে, তার নামে দান-সদকা করার প্রতি ইঙ্গিত করে।
সূত্র: আর-রুইয়াতু ওয়াত-তাবীর, ইবনে সিরীন [রহ]।



মন্তব্য চালু নেই