স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণের ‘কফিন মিছিল’

প্রকাশক হত্যা ও প্রকাশক-লেখকদের ওপর হামলার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে প্রতীকী ‘কফিন মিছিল’ বের করেছে গণজাগরণ মঞ্চ।

বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে শাহবাগ থেকে মিছিলটি বের হয়। ছয়জন ব্লগার হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ৬টি প্রতীকী ‘কফিন’ নিয়ে মিছিলটি শুরু হয়। এতে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারসহ মঞ্চের অন্য কর্মীরা রয়েছেন।

গত ৩ নভেম্বর প্রকাশক-লেখক হত্যা ও হামলার প্রতিবাদে আধা বেলা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ। ওই দিন দুপুরে শাহবাগে এক সমাবেশে কফিন মিছিল ও সংহতি সমাবেশের কর্মসূচি ঘোষণা করে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

গত ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে প্রকাশক ফয়সল আরেফিন দীপনকে হত্যা এবং লালমাটিয়ায় শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী টুটুলসহ তিনজনকে কুপিয়ে জখম করার প্রতিবাদে হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে গণজাগরণ মঞ্চ।



মন্তব্য চালু নেই