স্বর্ণজয়ী মাহফুজার বাড়িতে নেই প্রবেশপথ, বিদ্যুৎ

সাউথ এশিয়ান (এসএ) গেমসের সাঁতারে দুটি স্বর্ণপদক অর্জন করে বাংলদেশি প্রথম নারী হিসেবে রেকর্ড গড়েছেন যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের মেয়ে মাহফুজা খাতুন শিলা।

রোববার ১০০ মিটার ও সোমবার ৫০ মিটার সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেন মাহফুজা খাতুন। তার এ কৃতিত্বের জন্য বুধবার দুপুরে শিলার বাড়িতে উপস্থিত হন যশোর জেলা প্রশাসক (ডিসি) ড. হুমায়ন কবির।

এ সময় তিনি মাহফুজার বাবা-মাকে ফুলেল শুভেচ্ছা জানান। বিভিন্ন সময়ে মাহফুজা খাতুন শিলার সাঁতার প্রতিযোগিতায় অর্জনকৃত পদক ও ক্রেস্ট দেখেন।

জেলা প্রশাসকের কাছে অভাব-অনটনের কথা জানান শিলার বাবা আলী আহম্মেদ গাজী ও মাতা করিমন নেছা। শিলার বাবা বলেন, তাদের বাড়িতে নেই বিদ্যুৎ এবং প্রবেশের পথ। জেলা প্রশাসক তাৎক্ষণিক শিলার বাড়িতে যাতে আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পৌঁছায় সেই আশ্বাস দেন। এ ছাড়াও বাড়িতে প্রবেশের রাস্তা সংস্কারের আশ্বাসসহ বেদখল হওয়া শিলার বাবার পৈত্রিক সম্পত্তি পুনরুদ্ধারে আইনি সহয়তা প্রদানের প্রতিশ্রুতি দেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব আহসান উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই