‘স্বাধীনতার প্রথম ঘোষণা দেন ভাসানী’

প্রাক্তন রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, বাংলাদেশে প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী ।

সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত মওলানা ভাসানীর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘বাংলাদেশ স্বাধীনতার প্রথম এ ঘোষণা দিয়েছিলেন মওলানা ভাসানী। কিন্তু দেশের ভুলে ভরা ইতিহাসে স্বাধীনতা ঘোষণার প্রথম ব্যক্তির নাম নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাস ভাসানীকে ছাড়া লেখা যাবে না। যারা এখন ইতিহাস লিখছেন তারা মস্ত বড় ভুল করছেন। এ ভুল একদিন আপনাদের গ্রাস করবে।’

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘মওলানা ভাসানী হলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রূপকার। তিনি অসহায়দের জন্য আজীবন সংগ্রাম করেছেন।’

আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড. জসীম উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তফা জামাল হায়দার, ড. সৈয়দ সাফিউল্লাহ প্রমুখ।



মন্তব্য চালু নেই