স্বাধীনতা দিবসে ভারত সীমান্তে পাকিস্তানের গুলি, নিহত ৬

ভারতের স্বাধীনতা দিবসেও দেশটির ওপর গুলিবর্ষণ করেছে চিরেবৈরী পাকিস্তান। জম্মু-কাশ্মীরের পুঞ্চে পাকিস্তানী হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও নয়জন।

ওই হামলার নিন্দা জানিয়ে ভারত বলেছে, সীমান্তের অস্ত্রবিরতি ভঙ্গ করেছে পাকিস্তান। খবর এনডিটিভির।

১৫ আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। এদিন ভারত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এমনকি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও বলেছিলেন নওয়াজ। অথচ এনডিটিভি লিখেছে, ওই একই দিন সীমান্তে হামলা চালাল পাকিস্তান সৈনিকরা।

পুঞ্চের বালাকোট সেক্টরে শনিবার বিকেলের ওই হামলায় ১২ বছরের এক শিশুও রয়েছে। বালাকোট হামলায় আহত হয়েছেন আরও ছয়জন।

অন্যদিকে সাবজিয়ান সেক্টরে পাকিস্তানী হামলায় আহত হয়েছেন তিনজন।

এনডিটিভি লিখেছে, ২০০৩ সালের আগস্টে যে সীমান্ত অস্ত্রবিরতি সই হয়েছিল, পুঞ্চে এই এক সপ্তাহে অন্তত ২৮ বার তা ভঙ্গ করেছে পাকিস্তান। আর পুরো জম্মু-কাশ্মীরে জুলাই থেকে দেশটি অস্ত্রবিরতি ভঙ্গ করেছে ১৯২ বার।



মন্তব্য চালু নেই