স্বাধীনতা দিবস উপলক্ষে সংসদ ভবনে স্বাধীনতা কনসার্ট

সেলিম রেজা, বিশেষ প্রতিনিধি : বাঙালীর ইতিহাসে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের একটি স্মৃতি জড়িত দিন। প্রতিটি বছর এই দিনকে বাঙালী বিভিন্নভাবে পালন করে থাকে।

মূল উদ্দেশ্য থাকে তাদের দেশের প্রতি ভালোবাসাকে প্রকাশ করা। আর সে জন্যোই এই প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজন করা হয়েছে দেশাত্ববোধক গান নিয়ে কনসার্টের।

এখানে দেশ বরেণ্য শিল্পীরা বিকেল থেকে গান করতেছেন। শুধু গানই নয়, স্বাধীনতার নাটকও। এছাড়াও মোমবাতি দিয়ে আলোকস্বজ্জা সহ রাস্তায় স্বাধীনতার প্রতিকী অংকনও করা হচ্ছে।



মন্তব্য চালু নেই