স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ

রাজধানীসহ সারাদেশে চলমান গ্যাস সংকট নিরসনে বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ গ্যাস পাইপলাইনের সংস্কার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এর ফলে আজ থেকে গ্যস সরবরাহ স্বাভাবিক হচ্ছে।

মঙ্গলবার রাতে কোম্পানির পক্ষ থেকে এ কথা জানানো হয়।

গত তিন/চার দিন ধরে রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট শুরু হয়। সকালে চুলায় আগুন জ্বালানো দায় হয়ে যাচ্ছিল। অনেক এলাকায় চুলা জ্বলছিল টিমটিম করে। বিশেষ করে সকাল থেকে দুপুর পর্যন্ত সংকট তীব্র আকার ধারণ করে। এই সংকটে সবচেয়ে বেশি ভোগান্তি আবাসিক গ্রাহকদের।

তিতাস গ্যাস কোম্পানির পরিচালক (উৎপাদন) মীর মশিউর রহমান সমস্যার বিষয় স্বীকার করে বলেন, এক হাজার ৮০০ থেকে প্রায় দুই হাজার মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে পেট্রোবাংলা থেকে গ্যাস পাওয়া যাচ্ছে সার্বোচ্চ এক হাজার সাড়ে ৪০০ মিলিয়ন ঘনফুট।

তবে, আজ বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ গ্যাস পাইপলাইনের সংস্কার কাজ শেষ হওয়ায় এ সংকটের অবসান হচ্ছে।



মন্তব্য চালু নেই