স্বামী বিবেকানন্দ’র ৪ উক্তি আপনার জীবন বদলে দেবে

মানুষ বেঁচে থাকেন তাঁর চিন্তার মাধ্যমে, বাণীর মাধ্যমে। জরা-ব্যাধিতে আক্রান্ত হয়ে তা নষ্ট হবেই। ঠিক এ ভাবেই আমাদের মধ্যে আজও বেঁচে রয়েছেন স্বামী বিবেকানন্দ। যিনি মানুষের সেবার কথা বলে গিয়েছেন। আজকের এই ধর্মীয় হানাহানি-অসহিষ্ণুতার দিনে তাঁর বাণী আরও বেশি করে মনে করা উচিত। আজ স্বামীর এমনই চারটি বাণীর দিকে চোখ রাখুন, যা নিঃসন্দেহে আপনাকে জীবনে এগোতে সাহায্য করবে।

১) ‘নিজের প্রতি সত্‍ থাকা, নিজের ওপর বিশ্বাস রাখাই সবচেয়ে মহান ধর্ম’।

২) ‘চিন্তাই আমাদের তৈরি করেছে, তাই কি নিয়ে চিন্তা করছ তার দিকে খেয়াল রাখো। শব্দ পারে না, কিন্তু চিন্তা বহুকাল জীবিত থাকতে পারে।’

৩) ‘জীবনে সব থেকে বড় সাফল্য, সব থেকে বড় আনন্দের রহস্য এই যে, কাজের কোনও প্রত্যাশা না রাখা। সম্পূর্ণ স্বার্থহীন মানুষই জীবনে সব থেকে সফল।’

৪) ‘অসংখ্য বই রয়েছে, কিন্তু আমাদের কাছে সময় খুবই অল্প। তাই যেটা দরকার সেটা সঙ্গে নিয়ে চলো। সেই জ্ঞানকে জীবনের পাথেয় কর।’



মন্তব্য চালু নেই