স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার হলে যে ধরনের সুবিধা অসুবিধা দেখা যায়

ডাক্তাররা সাধারণত ডাক্তারকেই বিয়ে করে থাকেন, তা না হলে নাকি চিকিৎসকের কর্তব্যের গুরুত্ব বোঝেন না, এমনটাই অভিমত প্রচলিত ডাক্তারদের মাঝে। তাই স্টুডেন্ট থাকা অবস্থাতেই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে তার জীবনের সোলমেট হওয়া উচিত একজন ডাক্তার। তবে ডাক্তার ছাড়া যে অন্য কোনো পেশার সাথে বিয়ে হচ্ছে না তাও না। স্বামী স্ত্রী দুজনেই ডাক্তার হলে কিছু সুবিধা যেমন রয়েছে তেমনি কিছু অসুবিধাও রয়েছে। জেনে নিন এসব সম্পর্কে।

সুবিধা :

১. ক্যারিয়ার জীবনে দুজন দুজনকে সাহায্য করে থাকেন।

২. আর্থিক স্বচ্ছলতা বিরাজ করে।

৩. পরিবারের সদস্যদের অসুখে বিসুখে এগিয়ে আসেন।

৪. সন্তানদের অসুখে বিসুখে সুবিধা পাওয়া যায়।

৫. কর্মক্ষেত্র এক জায়গায় হওয়ার সুবিধা।

৬. সাংসারিক গোলযোগ হয় না কারণ একজন আরেকজনের ডিউটির গুরুত্ব সম্পর্কে বোঝেন। তাই গভীররাতে ডিউটি পড়লেই দুজন দুজনকে ছাড় দিয়ে থাকেন।

অসুবিধা :

১. বাড়িতেই কর্মক্ষেত্র হয়ে যায় ফলে সাংসারিক আনন্দের পরিবর্তে ক্যারিয়ারের কাঠিন্যতাই কাজ করে বেশি।

২. বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে যায়।

৩. দুজনের মাঝে আর্থিক প্রতিযোগিতা শুরু হয়। ফলে গোলযোগ দখা দেয়।

৪. ক্যারিয়ারে প্রতিযোগিতার কারণে সাংসারিক গোলযোগ দেখা দেয়। ধন্যবাদ

সূত্র : sujonhera.com



মন্তব্য চালু নেই