স্মৃতিসৌধে উদয় পদ্মফুলের চারা রোপণ করলেন শি জিনপিং

পূর্ব ঘোষণা অনুযায়ী চীনের রাষ্ট্র প্রধান শি জিনপিং সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবদেন করেন। পরে স্মৃতিসৌধের ভিআইপি বাগানে উদয় পদ্ম ফুলের চারা রোপণ করেন তিনি।

শনিবার সকাল ৯টা ৭ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ৯টা ২৭ মিনিটে বের হয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হন।

স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে তিনি তার নাম ও স্বাক্ষর লিপিবদ্ধ করেন। সবশেষে স্মৃতিসৌধের ভিআইপি বাগানে উদয় পদ্ম ফুলের চারা রোপন করেন।

সব মিলিয়ে প্রায় ২০ মিনিট জাতীয় স্মৃতিসৌধে তিনি অবস্থান করেন। এ সময় পুরো জাতীয় স্মৃতিসৌধের কয়েক কিলোমিটার এলাকার জুড়ে কঠোর নিরাপত্তার বলয় তৈরি করে দায়িত্ব পালন করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর।



মন্তব্য চালু নেই