সড়ক দুর্ঘটনায় কিছুই হবে না যে মানুষের (ভিডিও)

কাঁধের ওপর বসানো বিশাল আকৃতির মাথা। হাত-পায়ের গঠনও অদ্ভুত আকৃতির। সম্প্রতি এমন এক মানুষের ছবি প্রচার করছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের সড়ক দুর্ঘটনাবিষয়ক কমিটি। এটি হলো সড়ক দুর্ঘটনা সহনশীল মানুষের গঠন। কোনো মানুষ এমন গঠনের হলে সড়ক দুর্ঘটনায় ক্ষতির হাত থেকে রেহাই পাবে।

ভারতের সংবাদ সংস্থা এনডিটিভি জানায়, ভিক্টোরিয়া রাজ্যের সড়ক দুর্ঘটনাবিষয়ক কমিটি তাদের প্রদর্শিত বিশেষ গঠনের মানুষের নাম দিয়েছে গ্রাহাম। বিশেষ শরীরের গঠনের কারণে গ্রাহাম সড়ক দুর্ঘটনায় পড়লেও তেমন ক্ষতির শিকার হবে না।

ভিক্টোরিয়া রাজ্যের এক ওয়েবসাইটে (www.meetgraham.com.au) গ্রাহামের শরীরের বিভিন্ন অংশ এবং শরীরের ভেতরের অঙ্গের গঠন বর্ণনা দেওয়া হয়েছে। এ ছাড়া ইউটিউবেও দেওয়া হচ্ছে গ্রাহামের শরীরের গঠনের বর্ণনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে গ্রাহামের গঠন বেশ সাড়া ফেলেছে।

অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, গ্রহামের মতো মানুষ কি সত্যিই আছে? অস্ট্রেলিয়া কি এমন মানুষ তৈরির পরিকল্পনা করছে? দুটি প্রশ্নেরই উত্তর—না।

আসলে গ্রাহামের গঠন প্রদর্শনের মাধ্যমে সড়ক দুর্ঘটনার বিষয়ে সচেতনা বাড়াতে চাইছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য। এর মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে, সড়ক দুর্ঘটনায় সাধারণ মানুষ কতটা অসহায়। আর কেউ দুর্ঘটনা থেকে বাঁচতে নিশ্চয়ই গ্রাহামের মতো কুৎসিত শরীরের গঠন চাইবে না।

গ্রাহামের গঠন অঙ্গনে অংশ নিয়েছেন চিত্রশিল্পী প্যাট্রিসিয়া পিকসিনিনি, চিকিৎসক ক্রিস্টিয়ান কেনফিল্ড এবং সড়ক নিরাপত্তাবিষয়ক প্রকৌশলী ডেভিড লোগান।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন



মন্তব্য চালু নেই