সড়ক দুর্ঘটনায় তিন জেলায় ১৪ জন নিহত

বগুড়া, ফরিদপুর ও খুলনায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৬ জন। এদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডি এলাকায় দিনাজপুরগামী রেখা এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসের সাথে ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ হয় সকাল ৬টায়। ঘটনাস্থলেই বাসের ৭ জন যাত্রী নিহত হয়। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও ৩ জন যাত্রী।

আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-বগুড়া মহাসড়কের প্রায় পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এছাড়াও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। খুলনার বোটিয়াঘাটে বাস চাপায় মারা গেছে আরো ২ জন।



মন্তব্য চালু নেই