হকার-চাঁদাবাজ একজোট হয়ে পুলিশের ওপর হামলা

রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালানোর সময় হকার ও স্থানীয় চাঁদাবাজরা একজোট হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে।

বুধবার (২৯ জুন) বিকেলে মিরপুর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুপুর দেড়টার দিকে পুলিশ মিরপুর এক নম্বর গোলচত্বর থেকে শাহ আলী মাজার পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে যায়। এ সময় ফুটপাতের হকার ও চাঁদাবাজরা একজোট হয়ে পুলিশের অতর্কিত ওপর হামলা চালায়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় মিরপুরের রাস্তা বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকেল পর্যন্ত সেখানে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো যান চলাচল শুরু হয়।



মন্তব্য চালু নেই