হজে গিয়ে ৩৩ বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজে অংশ নিতে গিয়ে এ পর্যন্ত ৩৩ জন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এ তথ্য দেওয়া হয়।

বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ওই বুলেটিনে বলা হয়, গত ৮ সেপ্টেম্বর পর্যন্ত ৩৩ জন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। ১৭ জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত বাংলাদেশিদের মধ্যে ২৪ জন পুরুষ এবং নয়জন নারী। তাঁদের মধ্যে ২৪ জন মক্কায়, আটজন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন।

সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর মক্কায় মারা গেছেন কুমিল্লা জেলার সৈয়দুর রহমান (৭৬)।

বুলেটিনে জানানো হয়, হজ পালনের জন্য এ পর্যন্ত ব্যবস্থাপনাকর্মীসহ এক লাখ এক হাজার ৮২৯ বাংলাদেশি সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৯৫ হাজার ৬১৪ জন এবং সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন পাঁচ হাজার ১৮৩ জন।



মন্তব্য চালু নেই