হজ নিবন্ধনকারীর চূড়ান্ত সংখ্যা ৯০৪৯০ জন

চলতি বছর হজের নিবন্ধন কার্যক্রম আজ রাত ৮টায় শেষ হয়েছে। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় চূড়ান্তভাবে নিবন্ধন করেছেন ৯০ হাজার ৪শ’ ৯০ জন। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রাত ৮টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার রেজিস্ট্রেশন ভাউচার তৈরি হয়েছে ৪ হাজার ৮শ’ ৩৯ জনের এবং নিবন্ধন করেছেন ৪ হাজার ৬৬৬ জন হজযাত্রী। অপরদিকে বেসরকারি ব্যবস্থাপনায় রেজিস্ট্রেশন ভাউচার তৈরি করেছেন ৮৬ হাজার ৩৯৬ জন এবং নিবন্ধন সম্পন্ন করেছে ৮৫ হাজার ৮২৪ জন হজ গমনেচ্ছু।

পুনরায় নোটিশ প্রদান না করা পর্যন্ত নিবন্ধন সার্ভারে সংশ্লিষ্ট সকল হজ এজেন্সির ইউজার এক্সেস বন্ধ থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

চলতি বছর সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ বাংলাদেশিকে হজে যাওয়ার অনুমতি দিয়েছে সৌদি সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বাকি ৯১ হাজারের বেশি বাংলাদেশির বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়ার কথা। বেসরকারি ব্যবস্থাপনায় হাজিদের দেখভালের জন্য সাড়ে ৩ হাজার কোটা সংরক্ষিত রয়েছে। সে হিসেবে ৮৮ হাজার ২০০ জন হজে যাওয়ার সুযোগ পাবেন। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন মোট ১ লাখ ৩৭ হাজার ৯১৪ জন।

নিম্নে বিস্তারিত তথ্য উপাত্ত দেয়া হলো

সরকারি ব্যবস্থাপনা
সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৪,৬৬৬ জন। সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য ডাটা এন্ট্রির সংখ্যা ৪,৮৪৯ জন। সরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের ডাটা এন্ট্রির সংখ্যা ৫,৯৯২ জন। সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজ গমনেচ্ছুর সংখ্যা ৫,২২৪ জন। সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন স্বেচ্ছায় বাতিল করেছেন ৭৬ জন।

বেসরকারি ব্যবস্থাপনা
বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৮৫,৮২৪ জন। বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য ডাটা এন্ট্রির সংখ্যা ৮৭,১৭২ জন। হজ গমনেচ্ছুর ডাটা এন্ট্রির সংখ্যা ১৪৬,১৯১ জন। প্রাক-নিবন্ধিত হজ গমনেচ্ছুর সংখ্যা ১৩৮,৫৬২ জন। প্রাক-নিবন্ধন স্বেচ্ছায় বাতিল করেছেন ২,৩৭৭ জন।

অন্যান্য তথ্য
ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুদের মধ্যে পুরুষ ১০১,২৫৩ জন, মহলিা ৫০,৯৩০ জন। ১৮ বছরের নিচে ১,৪৭০ জন, প্রবাসী ১,১৮৬ জন। ১৮ বছরের ঊর্ধ্বে ১৪৯,৫২৭ জন। সর্বমোট নিবন্ধিত হজযাত্রী (সরকারি ৪,৬৬৬ + বেসরকারি ৮৫,৮২৪) ৯০,৪৯০ জন।

সর্বমোট প্রাক-নিবন্ধিত হজযাত্রী (সরকারি ৫,২২৪ + বেসরকারি ১৩৮,৫৬২) ১৪৩,৭৮৬ জন। এদের মধ্যে স্বেচ্ছায় বাতিল করেছেন (সরকারি ৭৬ + বেসরকারি ২,৩৭৭) ২,৪৫৩ জন।



মন্তব্য চালু নেই