হজ যাত্রায় এবার নারীদের জন্য নয়া নির্দেশিকা

মহিলাদের হজ যাত্রার ক্ষেত্রে জারি করা হলো নয়া নির্দেশিকা। এই নির্দেশিকা দেয়া হয়েছে মক্কার হজ কমিটির পক্ষ থেকে। তাদের কথায় এবার থেকে গর্ভবতী মহিলারা হজ পালনের জন্যে কাবা শরিফে যেতে পারবেন না। হজ যাত্রার সময় অর্থাৎ হজের মাসে যদি কোনো মহিলা নিজের গর্ভাবস্থার চার মাস পার করে থাকেন তাহলে তিনি আর হজ যাত্রায় অংশ নিতে পারবেন না।

কেন্দ্রীয় হজ কমিটির পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। নির্দেশিকা অনুসারে গর্ভবতী থাকলে হজ যাত্রার জন্য নির্দিষ্ট ফর্মটিও পূরণ করতে পারবেন না মহিলারা। শুধু তাই নয় গর্ভবতী কী না সেই পরীক্ষাও করা হবে বিমানবন্দরে সেই নির্দেশিকাও দেয়া হয়েছে হজ কমিটির নির্দেশিকায়। যদিও কে বা কারা বিমানবন্দরে ওই পরীক্ষা করবেন মক্কার কেন্দ্রীয় কমিটির নির্দেশিকায় সেই বিষয়ে কিছু বলা হয়নি।

মূলত প্রচুর ভিড়ের চাপে গর্ভবতী মহিলাদের অনেক সমস্যায় পড়তে হয়। সেইসঙ্গে হজ কর্তৃপক্ষেরও অনেক ঝামেলা পোহাতে হয়। সেইসব কারণের জন্যেও এহেন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় হজ কমিটি।



মন্তব্য চালু নেই