হঠাৎ চেয়ারপারসনের কার্যালয়ে মওদুদ

প্রায় দুই মাস পর গুলশানস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কার্যালয়ে দেখা গেছে দলের স্থায়ী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে।

মওদুদ আহমদের সর্বশেষ লেখা বই (‘বাংলাদেশ: ইমারজেন্সি অ্যান্ড দি আফটারম্যাথ:২০০৭-২০০৮’) প্রকাশিত হওয়ার পর দলের মধ্যে তাকে নিয়ে এক ধরনের বির্তক সৃষ্টি হয়। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  মওদুদের সমালোচনা করে বক্তব্যও দেয়। ঐ বই প্রকাশিত হওয়ার পর বিএনপি পক্ষ থেকে মওদুদ আহমদের বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা শোনা গিয়েছিল।

রুহুল কবির রিজভী বিবৃতির পর মওদুদ আহমদ দীর্ঘদিন আমেরিকাতে ছিলেন। এই কয়েক দিন মওদুদ আহমদ  দলীয় কোন কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন না এবং দলের কোন সভা-সমাবেশ ও মিছিল-মিটিংও অংশগ্রহণ করেননি।

বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠককে কেন্দ্র করে তাকে গুলশান কার্যালয়ে দেখা যায়।



মন্তব্য চালু নেই