হঠাৎ ফ্লাডলাইট বন্ধ, অন্ধকারে ৭ মিনিট

বাংলাদেশ ইনিংস তখন শেষ হয়েছে মাত্র। খেলোয়াড়রাও ড্রেসিংরুমে গিয়েছেন মাত্র। ঠিক তখনই হঠাৎ করে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্লাডলাইট। যান্ত্রিক ত্রুটির কারণে লাইট বন্ধ হওয়ায় তাই স্টেডিয়ামের দর্শক-খেলোয়াড়দের সাত মিনিট অন্ধকারে থাকতে হয়েছে।

বুধবার বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সাগরিকার ফ্লাডলাইট বন্ধ হয়, আবার ৬টা ২৫ মিনিটে লাইট জ্বলে ওঠে। লাইট জ্বলে উঠলে হাফ ছেড়ে বাঁচে সবাই।

চট্টগ্রামে এই ম্যাচে টসে হেরে বাংলাদেশ প্রথম ব্যাটিংয়ে নামে। নির্ধারিত ৫০ ওভারে তারা গড়েছে ২৭৭ রান।

মুশফিকুর রহিম সর্বোচ্চ ৬৭ রান করেন। এ ছাড়া সাব্বির রহমান ৪৯, ইমরুল কায়েস ৪৬ ও তামিম ইকবাল ৪৬ রান করেন।

এই ম্যাচে তামিম নতুন একটি মাইলফলক গড়েছেন। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান পাঁচ হাজার রান করেছেন।



মন্তব্য চালু নেই