হঠাৎ মিরপুরের আকাশে ড্রোন ক্যামেরার রহস্য কি?

সামনে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের লড়াই। দুই দেশ এই সিরিজকে খুবই গুরুত্বসহকারে দেখছে। দূর থেকে দেখা যায় মিরপুর স্টেডিয়ামের উপর বড় একটি পাখি উড়ছে। কিন্তু অনুষন্ধানেই বেরিয়ে আসে মূল রহস্য।

জানা যায় এটি কোনো পাখি নয়। এটি একটি ড্রোন ক্যামেরা। অনুশীলন করতে ছিল বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। তখন আকাশে উড়ে এই বিশেষ যানটি। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের উপড়েই রিমোট কন্ট্রোলের মাধ্যমে উড়ানো হয় এই ড্রোন ক্যামেরা!

খোঁজ নিয়ে জানা যায়, এই ড্রোন ক্যামেরাটি দক্ষিণ আফ্রিকার অনুশীলন পর্যবেক্ষণের কাজে ব্যবহার করছেন তাদের টেকনিক্যাল অ্যানালিস্ট প্রসন্ন আগোরাম। অনুশীলনের নানা চিত্র নিয়ে গবেষণা চালানোর জন্যই এই ক্যামেরার ব্যবহার করেছে দক্ষিণ আফ্রিকা।

সেদিক থেকে ধারনা করা যায় বাংলাদেশের সাথে ক্রিকেট লড়াইকে কতটা গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ৩ জুলাই বাংলাদেশের বিরুদ্ধে সৌজন্য সাক্ষাৎমূলক অর্থাৎ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। অবস্থার প্রেক্ষিতে এই প্রস্তুতি ম্যাচ নিয়েও রয়েছে অধীর আগ্রহ।

কেননা দুই দলের শক্তি সম্পর্কে সাধারণ ধরনা পাওয়ার ম্যাচ এটি। এর পরে ৫ জুলাই শুরু হচ্ছে মূল লড়াই।



মন্তব্য চালু নেই