হঠাৎ হেঁচকি উঠলে কি করবেন?

মিটিং বা জরুরি কোনও কাজে আছেন, হঠাৎ শুরু হলো হেঁচকি! বিব্রতকর হেঁচকি বন্ধের জন্য তাৎক্ষণিক কী করবেন? আবার হয়ত লুকিয়ে আছেন কারো চোখের আড়ালে আর হাঁচিটা এসেই সব গোল পাকিয়ে দিল!

আসুন জেনে নিন হেঁচকি বন্ধের কিছু তাৎক্ষনিক টিপস –

– ১ চা চামচ চিনি চিবিয়ে খান। এটি হেঁচকি দূর করার অন্যতম সহজ পদ্ধতি।

– ১ গ্লাস পানি এক নিঃশ্বাসে পান করে ফেলুন। হেঁচকি উঠবে না আর।

– হেঁচকি উঠলে নাক ও মুখ চেপে শ্বাস বন্ধ করে রাখুন। বন্ধ হবে হেঁচকি।

– মৌরি বা কালোজিরা চিবিয়ে খান। চলে যাবে হেঁচকি।

– হেঁচকি উঠলে ১ চা চামচ পিনাট বাটার খেয়ে ফেলুন। বন্ধ হবে হেঁচকি ওঠা।

– এই পদ্ধতিটি হাস্যকর শোনালেও বেশ কার্যকর। হেঁচকি উঠতে শুরু করলে জিহ্বা বের করে রাখুন কিছুক্ষণ। দূর হবে হেঁচকি।

– একটি কাগজের ব্যাগের ওপর মুখ নিয়ে বার কয়েক নিঃশ্বাস নিন। হেঁচকি ওঠা বন্ধ হবে।



মন্তব্য চালু নেই