হরতালে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বত্র সর্তকতা

মৃত্যুদদেশ কার্যকরের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। চট্টগ্রামে কার্যত হরতালের তেমন কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। তবে হরতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

রাস্তায় গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকলেও ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল কিছুটা কম। তবে অন্যান্য দিনের মতোই কাজে বের হয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। সোমবার ভোর থেকেই দেখা গেছে, চট্টগ্রামের বিভিন্ন সড়কে পুলিশ ও র‌্যাব টহল দিচ্ছে।

রাস্তার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। কাউকে সন্দেহ হলে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কারো কাছে কোনো ব্যাগ থাকলে তা তল্লাশি করা হচ্ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামের কোথাও জামায়াত-শিবির কর্মীদের কোনো মিছিল কিংবা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই