হরতাল ডেকেছে জামায়াত

সরকার পরিকল্পিতভাবে মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার ষড়যন্ত্র করছে এমন অভিযোগ করে এর প্রতিবাদে ২৪ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলাম।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই হরতালের ডাক দেয় দলটি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী রবিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালনের ঘোষণা দেয় জামায়াত।

এছাড়া মতিউর রহমান নিজামীকে মুক্ত অবস্থায় পেতে শুক্রবার দেশব্যাপী দোয়া দিবস ও শনিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘মাওলানা নিজামীকে হত্যার মাধ্যমে সরকার শুধু জামায়াতে ইসলামীকেই নেতৃত্ব শূন্য করতে চায় না, বরং একজন গণতান্ত্রিক জাতীয় নেতৃত্ব থেকে দেশকে বঞ্চিত করতে চায়। আমরা বিশ্বাস করি একের পর এক নেতৃবৃন্দকে হত্যা করে ইসলামী আদর্শকে হত্যা করা যাবে না।’

অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।



মন্তব্য চালু নেই