হাঁটতে পারে, দেয়াল বেয়ে উঠতেও পারে অন্ধ মাছ [ভিডিও]

গুহায় অল্প পানিতে তার বাস। সূর্যের আলো তাই তার নাগালে আসে না। আলো নাগালে এলেই বা কি? সে তো অন্ধ। তবে প্রয়োজনে দেয়াল বেয়ে ওপরের দিতে উঠতে পারে। এমনটি হাঁটতে পারে। বলা হচ্ছে নতুন প্রজাতির এক মাছের কথা।

বিজ্ঞানীরা এই মাছটি নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন। তারা দেখেছেন ক্ষুদ্রাকৃতির অন্ধ এই মাছটি শুধু দেয়াল বেয়ে উপরে উঠতেই পারে না, পা বিশিষ্ট প্রাণির মত হাঁটতেও পারে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এই মাছের নাম ক্রিপটোটোরা থামিমিকোলা। এই মাছের প্রথম সন্ধান মেলে ১৯৮৫ সালে। এটা আয়তনে দুই ইঞ্চি লম্বা। বাদুরের মতই এটি অন্ধ। একে নির্ভৃতচারী মাছও বলা যায়। কেননা, অন্ধকার গুহার বাইরে এই মাছের দেখা মেলে না। থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলের গুহাগুলো খুঁজলে এই মাছের দেখা মিলতে পারে।

দেখুন ভিডিওতে:



মন্তব্য চালু নেই