হাঁপানির সমস্যা তৈরির আগেই প্রতিরোধ সম্ভব

দেশের বড়-ছোট শহরগুলোতে যেভাবে বায়ুদূষণের মাত্রা বাড়ছে তাতে শ্বাসকষ্টজনিত সমস্যা বেড়েই চলছে। আর তা থেকেই হচ্ছে হাঁপানির মতো রোগ। কিন্তু বিজ্ঞানীদের মতে এই সমস্যা অচিরেই মিটতে চলেছে। প্রতিরোধ করা যাবে হাঁপানি।

এতদিন পর্যন্ত এই রোগের কোনো সঠিক চিকিৎসা ছিল না। এবারই প্রথম, চিকিৎসকরা এই জটিল রোগটির উপশম করার জন্য একটি উপায় বের করেছেন।

বিজ্ঞানীরা বলছেন, ‘এডিএম-৩৩’ নামে একটি এনজাইম হাঁপানির উৎস। আর এই এনজাইম মানবদেহের কোষে ঢুকে রোগটির সৃষ্টি করে। আর ধীরে ধীরে কোষের থেকে এই এনজাইমটি নিজের নিয়ন্ত্রণ হারালেই তৈরি হয় সমস্যা। কার্যত বন্ধ করে দিতে পারে ফুসফুসের কাজ।

দীর্ঘ পরীক্ষার পর বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিয়েছেন ‘এডিএম-৩৩’ এনজাইমটিকে শিকড় থেকেই নির্মূল করে দেবেন। অর্থাৎ, সমস্যা তৈরি হওয়ার আগেই সেটাকে ধ্বংস করা হবে। আর এভাবেই বিশ্বজুড়ে এই মারণরোগ থেকে মুক্তি পেতে পারেন প্রায় ৩০ কোটি মানুষ।



মন্তব্য চালু নেই