হাঙ্গরসহ হাসপাতালে এক নারীকে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে রবিবার হাঙ্গরের কামড়ে গুরুতর আহত এক নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় হাঙ্গরটি তার ডান হাত কামড়ে ধরে ছিল।

পাম বিচ পোস্ট পত্রিকা জানায়, ছোট হাঙ্গরটি আক্রমণ করার পরপরই তাকে হত্যা করা হয়। সৈকতে বেড়াতে আসা অপর এক ব্যক্তি ২ ফুট (৬১ সেন্টিমিটার) লম্বা হাঙ্গরটিকে হত্যা করে। নগর দমকল বিভাগের মুখপাত্র বব লেমোনস পত্রিকাটিকে বলেন, ওই নারীর পরিচয় জানা যায়নি।

তার বয়স ২৩ বছর, তিনি উপকূলীয় বোকা র‌্যাটন শহরের সৈকতে সাঁতার কাটার সময় হাঙ্গরটি তার ওপর আক্রমণ করে। তিনি আরো বলেন, ওই নারীকে নগরীর আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছে। হাঙ্গরটি তখনও তার ডানবাহু কামড়ে ধরেছিল।

সাউথ ফ্লোরিডা সান সেন্টিনেলকে ওসেন রেস্কিউ ক্যাপ্টেন ক্লাইন্ট ট্র্যাসি বলেন, আমি আমার জীবনে আর কখনো এমন ঘটনা দেখিনি। তিনি আরো বলেন, এমন কিছু আমার জীবনেও শুনিনি। নার্স প্রজাতির শার্ক ১০ ফুট (৩মিটার) পর্যন্ত দীর্ঘ হতে পারে। এগুলোকে প্রায়ই ফ্লোরিডা অঙ্গরাজ্যের আটলান্টিক উপকূলীয় এলাকায় দেখা যায়। এই প্রজাতিটি সাধারণত শান্ত স্বভাবের হয়। এএফপি।



মন্তব্য চালু নেই