হাঙ্গর কেন রাতে শিকার করে ?

ইংল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি এই মজাদার বিষয় নিয়ে গবেষণা করেছেন। তারা সমুদ্রের নিচে একটি “ব্ল্যাক বক্স” বসিয়ে সারাদিন হাঙ্গরের কার্যকলাপ পর্যবেক্ষণ করে। উড়োজাহাজে গুরুত্বপূর্ণ তথ্য রেকর্ড করার জন্য যে সমতল অনবোর্ড কম্পিউটার ব্যবহার করা হয়, এই “ব্ল্যাক বক্স” তার অনুরূপ।

ছোট ছোট এই বাক্সগুলো হাঙ্গর মাছের অত্যাবশ্যক লক্ষণ, যেমন- শরীরের তাপমাত্রা, হজম কার্যকলাপ ইত্যাদি পর্যবেক্ষণ করেন। এছাড়াও, হাঙ্গর কিভাবে শিকার করে সে ব্যাপারে আকর্ষণীয় তথ্য জানা যায়।

হাঙ্গর ঠিক সন্ধ্যার সময় শিকার করতে পছন্দ করে। কারণ, তখন তারা রাতের খাবারের যোগান করার জন্য ব্যস্ত থাকে। গবেষকেরা মনে করেন, হাঙ্গরের শরীরের তাপমাত্রা তার শিকারের ক্ষেত্রে অত্যন্ত ভূমিকা পালন করে। সন্ধ্যার সময় কালচে আলোতে হাঙ্গরের শরীরের তাপমাত্রা উষ্ণতর থাকে। তখন শিকারের জন্য তাদের শরীরে অতিরিক্ত সুবিধা পাওয়া যায়।

ডঃ ইয়ানিস পাপাস্তামাতিউ যিনি ব্ল্যাক বক্স নিয়ে অনেক গবেষণা করেছেন, তিনি জানান, “এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আমরা বন্য প্রাণীদের আচরণ সম্পর্কে আরও ভালভাবে অবগত হতে পারব”।

শুধুমাত্র হাঙ্গরই নয়, এখন বিজ্ঞানীরা আরও বিভিন্ন ধরণের প্রাণীদের উপর গবেষণা করছে।

সূত্র: ডিসকোভারি



মন্তব্য চালু নেই